ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এয়ারটেলে সুপার এফএনএফ ‘দোস্তি’

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩
এয়ারটেলে সুপার এফএনএফ ‘দোস্তি’

এয়ারটেল এবার বাংলাদেশে বিশেষ ট্যারিফ প্যাকেজ সুপার এফএনএফ ‘দোস্তি’ চালু করল। এর মাধ্যমে এয়ারটেল গ্রাহকেরা আরও সহজে তাদের বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবেন।



এ প্যাকেজের আওতায় গ্রাহকেরা সুলভ ট্যারিফ রেটে ৫টি বিশেষ এফএনএফ নম্বরের সুবিধা এবং ১ গিগাবাইট পর্যন্ত ডাটা ক্যাশ ব্যাক উপভোগ করতে পারবেন।

প্রি-পেইড গ্রাহকেরা এ প্যাকেজের সুযোগ গ্রহণ করতে পারবেন। এ সেবার মাধ্যমে এয়ারটেল গ্রাহকেরা ৫টি এফএনএফ নম্বরের মধ্যে ১০ সেকেন্ড পালসে যেকোনো এয়ারটেল নম্বরে ন্যূনতম ০.২৫ টাকা মিনিটে ও অন্য যেকোনো অপারেটরের নম্বরে ০.৬০ টাকা মিনিটে কল করতে এবং ০.২৯ টাকায় এসএমএস করতে পারবেন।

দোস্তি প্যাকেজে মাইগ্রেট করতে গ্রাহকদের ‘SF’ টাইপ করে এসএমএস করতে হবে ৭৩৫৩ নম্বরে অথবা ডায়াল করতে হবে ইউএসএসডি শর্ট কোড (*১২১*৮৯#) নম্বরে। মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা যাবে।

এফএনএফ নম্বর যোগ করতে গ্রাহকদের টাইপ করতে হবে (Add<space>01XXXXXXXXX) এবং এসএমএস করতে হবে ৭৩৫৩ নম্বরে। আর এফএনএফ নম্বর বাদ করতে হলে গ্রাহকদের টাইপ করতে হবে (Delete<space>01XXXXXXXXX) এবং এসএমএস করতে হবে ৭৩৫৩ নম্বরে। এ দু পদ্ধতিও বিনামূল্যে সম্পন্ন করা সম্ভব।

এ প্যাকেজে অন্য সব সুবিধাগুলোর মধ্যে আছে প্রতিদিন ১ টাকায় (ভ্যাটযুক্ত হবে) জিপিআরএস এর ১ মেগাবাইট ব্যবহার। গ্রাহকেরা দিনে ৩৪ মেগাবাইট কিংবা মাসে ১ গিগাবাইট অবধি ফ্রি ব্যবহার লাভ করতে পারবেন।

প্রতি বোনাসের মেয়াদ হবে একদিন। যদি কোনো গ্রাহক টানা ৫১২ কিলোবাইট বা ততোধিক ব্যবহার করেন তাহলে প্রতি ৫১২ কিলোবাইটের জন্য ৮ মেগাবাইট বোনাস প্রদান করে হবে।

এ প্যাকেজের আপডেট জানতে (*৭৭৮*১৩#) এ নম্বরে ডায়াল করতে হবে। এয়ারটেল দোস্তি প্যাকেজের মাধ্যমে থ্রিজি নেটওয়ার্কে গ্রাহকেরা আরও উপভোগ্য এবং দ্রুত ডাটা সেবার অভিজ্ঞতা নিতে পারবেন।

বাংলাদেশ সময় ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।