ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশেই তৈরি হচ্ছে মাইক্রোসফট সেন্টার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৩
দেশেই তৈরি হচ্ছে মাইক্রোসফট সেন্টার

যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিষ্ঠান মাইক্রোসফট ঢাকায় একটি ইনোভেশন সেন্টার স্থাপন করবে। এটি রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে তৈরি করা হবে।

সূত্র এ তথ্য দিয়েছে।

মঙ্গলবার বিসিসি সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় এবং মাইক্রোসফটের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। আইসিটি মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ এবং মাইক্রোসফটের চিফ অপারেটিং অফিসার পুবুদু বাসানায়েক নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে এতে সই করেন।

এ ছাড়াও চুক্তি অনুযায়ী মাইক্রোসফট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা, ড্রিম স্পার্ক, বিজ স্পার্কের মাধ্যমে দেশের আইসিটি খাতে দক্ষ জনবল তৈরিতে সহায়তা করবে।

মাইক্রোসফট আইটি একাডেমি স্থাপন ও হাইটেক পার্ক এবং সফটওয়্যার পার্কের অবকাঠামো আইসিটি অবকাঠামো তৈরি করা হবে। মাইক্রোসফট ইমাজিন কাপ আয়োজনও এ চুক্তি অনুযায়ী অব্যাহত থাকবে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান এবং মাইক্রোফটের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেসিডেন্ট জেমি হারপার।

বাংলাদেশ সময় ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।