ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

থ্রিজি শুরু করলো বাংলালিংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩
থ্রিজি শুরু করলো বাংলালিংক

ঢাকা: দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল টেলিকম অপারেটর বাংলালিংক বাণিজ্যিকভাবে থ্রিজি শুরু করেছে।
 
দেশিয় বাজারে মোবাইল ফোনের সেবা সহজলভ্য ও সবার হাতে পৌঁছানোর জন্য বাংলালিংক সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।


 
‘নতুন কিছু করো’ স্লোগানে থ্রিজি তথ্যপ্রযুক্তির যোগ করায় গ্রাহক সেবায় বাংলালিংক নিজের অবস্থান আরো দৃঢ় নিশ্চিত করলো।
 
প্রাথমিকভাবে বাংলালিংকের থ্রিজি সেবা ঢাকার গুলশান, বনানী, ওল্ড ডিওএইচএস, বারিধারা ও মতিঝিল এবং চট্টগ্রামের আগ্রাবাদে কার্যকর হবে।
 
থ্রিজি উপযোগী ডিভাইস থেকে বিভিন্ন ধরনের প্যাকেজ নিজেদের পছন্দ অনুযায়ী গ্রাহকরা সাবস্ক্রাইব করতে পারবেন।
 
শুধুমাত্র প্যাকেজ এ সাবস্ক্রাইবের মাধ্যমে সব টুজি গ্রাহক এই থ্রিজি সেবা কার্যকর করতে পারবেন কোনো ধরনের সিম পরিবর্তন ছাড়াই।

*৫০০০# এ ডায়াল করে সব থ্রিজি প্যাকেজগুলো কার্যকর করা যাবে। বাংলালিংক থ্রিজি সাবস্ক্রাইবার খুব সহজে ভিডিওকল করতে পারবেন।

সব বাংলালিংক গ্রাহকরা স্যামসাং শোরুম থেকে হ্যান্ডসেট কিনে বিশেষ ছাড়ও পাবেন।
 
এছাড়া বাংলালিংক প্রিয়জন বাংলালিংক গুলশান এবং মতিঝিল কাস্টমার কেয়ার সেন্টার থেকে বিশেষ মাসিক কিস্তিতে স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি কিনতে পারবেন।
 
বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা বাংলানিউজকে বলেন, ‘সত্যিকার অর্থে এটি আমাদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত। ’
 
তিনি বলেন, বাংলালিংক থ্রিজির ‘নতুন কিছু করো’ স্লোগানের মাধ্যমে মোবাইল ইন্টারনেট বাজার পুনর্নির্মাণে থ্রিজি সেবা সবার হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ’
 
তিনি বলেন, ‘বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির প্রচলন ও ব্যবহারে বাংলালিংক সব সময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।

বর্তমানে বাংলালিংক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। বাংলালিংকের প্রায় দুই কোটি ৮০ লাখের মতো গ্রাহক রয়েছে। ’
 
বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩
এসআইএস/এবিএ/মজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।