ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিজনেস অটোমেশন সফটওয়্যার এনেছে প্যানাসিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৩

ঢাকা: অটোমেশন সফটওয়্যার নিয়ে এলো প্যানাসিয়া সিস্টেম লিমিটেড।

প্রতিষ্ঠানটি পি-লিংক এক্সপেরিয়েন্স নামে ক্লাউড ভিত্তিক বেশকিছু বিজনেস প্রসেস অটোমেশন সফটওয়্যার এনেছে।

এসব সফটওয়্যার ব্যবসা বাণিজ্যের অটোমেশন প্রক্রিয়ায় ব্যবহৃত হবে।  

বুধবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্রান্ড বলরুমে এসব পণ্যের উদ্বোধন করা হয়।

এই সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন স্যুটগুলো ব্যবসায়িক প্রক্রিয়াকে আরো সহজভাবে সম্পাদন করতে সাহায্য করবে। এগুলো মূলত এইচআর, ইনভেন্টরি, সিআরএম, প্রকিউরমেন্ট ও অ্যাকাউন্টিংয়ের কাজে ব্যবহৃত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান ও প্যানাসিয়া সিস্টেম লিমিটেডের সিইও রেদওয়ানুল আনসারী।

প্যানাসিয়া সিস্টেম লিমিটেডের সিইও রেদওয়ানুল আনসারী বলেন, আজকের বিশ্বে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে প্রাথমিক ও মাঝারি জটিলতা নিরসনে এই সফটওয়্যারগুলো কাজ করবে। এতে করে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া আরো সহজ হবে। বিশ্বে ব্যবহৃত উন্নত প্রযুক্তিগুলো আমাদের দেশে পরিচিত করাই আমাদের প্যানাসিয়া সিস্টেমস বাংলাদেশে বাণিজ্যিক ক্লাউড সেবা চালুর লক্ষ্য। পাশাপাশি অন্যান্য তথ্য প্রযুক্তিগত সেবাও দিয়ে আসছে, যা বিভিন্ন প্রতিষ্ঠানকে উন্নত ও দক্ষ করে তুলতে সক্ষম।

তিনি বলেন, প্যানাসিয়া সিস্টেম লিমিটেডের এই অটোমেশন ভিত্তিক সফটওয়্যারগুলো দেশের আইটি মার্কেটগুলোতে পাওয়া যাবে। আমরা আশা করি, আইটি সেক্টরে একটি জনপ্রিয় কোম্পানি হিসেবে প্যানাসিয়া সিস্টেম নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৩
এমআইআর/এএইচএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।