ফরিদপুর: ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেডের ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবা।
এ উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন বাংলালায়নের চিফ কো-অর্ডিনেশন অফিসার আজাহার এইচ চৌধুরী ও চিফ মার্কেটিং অফিসার ফারুক খান।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলালায়নের জেনারেল ম্যানেজার (সেলস) ফয়সল বিন রাফেক, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রিফাত হোসাইন, ম্যানেজার (মিডিয়া অ্যান্ড পিআর) সৈয়দ নাসিম।
আজাহার এইচ চৌধুরী বলেন, ফরিদপুরবাসীকে সত্যিকার ব্রডব্যান্ডের সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর। এ মুহূর্তে ফরিদপুর শহরের ৭০ শতাংশ এলাকায় এটা শুরু করছি। আগামী ডিসম্বরের মধ্যে শতভাগ এলাকায় এ সেবা পৌঁছে যাবে।
ফারুক খান বলেন, বাংলালায়ন অন্য সব কোম্পানির তুলনায় কম মূল্যে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেবে। বাংলালায়ন ব্যবহারকারী যে কোনো গ্রাহক তার সমস্যা জানানোর ৫ মিনিটের মধ্যে তা সমাধান করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৩
আরকেবি/এএ/এমজেডআর