ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তরুণ উদ্যোক্তাদের হাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৩
তরুণ উদ্যোক্তাদের হাট

ঢাকা: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি সবুর খান রোববার উদ্যোক্তা হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। রাজধানীর ধানমন্ডিতে ওমেন ভলানটিয়ার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে ২ দিনব্যাপী উদ্যোক্তা হাট চলবে।

ডিসিসিআই সূত্র এ তথ্য দিয়েছে।

উদ্যোক্তা হাটে তথ্যপ্রযুক্তি, হস্তশিল্প, প্রকাশনা, সফটওয়্যার, নবায়নযোগ্য জ্বালানী, তৈরি পোশাক, জুয়েলারি, হার্বাল খাতের বাংলাদেশের তরুণ সম্ভাবনাময় উদ্যোক্তাদের এ হাটে তাদের নিজস্ব উৎপাদিত পণ্য প্রদর্শন করছেন।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহযোগিতায় এ উদ্যোক্তা হাটের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডিওএসএন’র সাধারণ সম্পাদক মুনির হাসান, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, ডাটাসফটের নির্বাহী পরিচালক মাহবুব জামান ও বিডি ভেনচারের নির্বাহী পরিচালক শাখাওয়াত হোসেন।

বক্তারা দেশের তরুণ সমাজকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। এ উদ্যোক্তা হাটের মূল বার্তা হচ্ছে ‘চাকরি খুঁজবনা, চাকরি দেব’।

সবুর খান বলেন, একজন উদ্যোক্তা হতে হলে প্রথমেই সঠিক পরিকল্পনা ও স্থির লক্ষ্য নিয়ে এগিয়ে এগোতে হবে। অনুষ্ঠানের নির্ধারিত বার্তায় দৃষ্টি আকর্ষণ করে সবুর খান বলেন, উদ্যোক্ত‍াদের সংখ্যা যত বাড়বে কর্মসংস্থানের সুযোগও তেমন তৈরি হবে।

ডিসিসিআই এ বছর বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ২ হাজার নতুন উদ্যোক্তা তৈরির একটি প্রকল্প হাতে নিয়েছে। উদ্যোক্তাদের ডিসিসিআই, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় অর্থায়ন, প্রশিক্ষণ ছাড়াও সব ধরনের সুবিধা দেওয়া হবে।

বক্তারা বলেন, আমাদের দেশের জনসংখ্যার অধিকাংশই তরুণ। তাই আমরা যদি এ তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি তাহলে দেশের অর্থনৈতিক দৃশ্যপটই বদলে যাবে। মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।

তরুণ সমাজকে সবক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারের আহাবান জানান। ডিসিসিআই সভাপতি উদ্যোক্তাদের তাদের নিজ নিজ ব্যবসায়কে ভবিষৎ নিবন্ধনের জন্য ডিসিসিআই হেল্প ডেস্কের সহায়তা নেওয়ার পরামর্শ দেন।

বাংলাদেশ সময় ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৩
এমআইআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।