সঠিক সময়ে প্রয়োজনীয় রক্ত না পাওয়ায় অনেককেই বিপদে পড়তে হয়। তাছাড়া ডেঙ্গুসহ অনেক চিকিৎসায় তাৎক্ষণিক রক্তের প্রয়োজন হয়।
আগ্রহী রক্তদাতারা blood.com.bd এ ওয়েবসাইটে গিয়ে নিজেদের তথ্য পূরণ করে এ পরিবারের সদস্য হতে পারেন। রক্তদাতা এবং গ্রহীতার মধ্যে খুব দ্রুত যোগাযোগে আছে শক্তিশালী সার্চ ইঞ্জিন। এর মাধ্যমে ৬৪টি জেলা ও ৮টি গ্র“পের ব্ল্যাড ডোনারদের খোঁজ খুব দ্রুতই পাওয়া যাবে।
এছাড়াও রক্ত এবং রক্তরোগ সংশ্লিষ্ট ডিসকাশন ফোরামে যে কেউ অগ্রিম ডোনারদেরকে তার প্রয়োজনের কথা জানিয়ে রাখতে পারবেন। এ সাইটে রক্তদাতারা নিজেদের তথ্য নিজেরাই আপডেট করতে পারবেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪৩৮, জানুয়ারি ১, ২০১০