ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মধ্যপ্রাচ্যের জাইটেক্স প্রদর্শনীতে বেসিস

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৩
মধ্যপ্রাচ্যের জাইটেক্স প্রদর্শনীতে বেসিস

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘জাইটেক্স টেকনোলজি উইক ২০১৩‘ শুরু হয়েছে। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্যোগে দুবাই ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে পাঁচ দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনী আগামী ২৪ অক্টোবর অবধি চলবে।



রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশান অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) প্রতিবারের মত এবারও আন্তর্জাতিক এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।

এতে অংশ নেওয়া বেসিসের চারটি সদস্য প্রতিষ্ঠান হচ্ছে বিইয়োন্ড টেকনোলোজিস, ড্যাফোডিল কম্পিউটার্স, লিডসফট বাংলাদেশ এবং সলিউশন নাইন।

এ ছাড়াও বেসিসের আরও চারটি সদস্য প্রতিষ্ঠান নিজ উদ্যোগে এ প্রদর্শনীতে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে রিভ সিস্টেমস, মীর টেকনোলোজিস, মুন নেটওয়ার্কস, সিনক্রোনাস আইসিটি এবং দ্য ডাটাবিজ সফটওয়্যার।

বাংলাদেশ সময় ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।