ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইবিএমকে টপকে শীর্ষে ওরাকল

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৩
আইবিএমকে টপকে শীর্ষে ওরাকল

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সফটওয়্যার কোম্পানি এখন ওরাকল। গত চার প্রান্তিকের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আইবিএম’র চেয়ে ২১০ কোটি ডলারের সফটওয়্যার বেশি বিক্রি করেছে ওরাকল।



এ সময়ে আইবিএম’র সর্বমোট রাজস্ব আয় ছিল ২ হাজার ৫৭০ কোটি ডলার। আর ওরাকলের রাজস্ব আয় ছিল ২ হাজার ৭৮০ কোটি ডলার।

ওরাকলের এ অর্জন সম্পর্কে ওরাকলের প্রেসিডেন্ট ও প্রধান অর্থ কর্মকর্তা সাফরা ক্যাটজ বলেন, বিশ্বের এক নম্বর সফটওয়্যার প্রতিষ্ঠান হওয়াই আমাদের লক্ষ্য। এ অর্জন সে লক্ষ্যের দিকেই আরেকটি ধাপ। এ অর্জনের মূলে কাজ করেছে গ্রাহক এবং ওরাকলের সব কর্মকর্তা।

বাংলাদেশ সময় ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।