ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসুসের ফেসবুক গেম

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৩
আসুসের ফেসবুক গেম

আসুস সৌজন্যে এবং গ্লোবাল ব্র্যান্ডের উদ্যোগে ‘ফেসবুক প্যাজল গেম প্রতিযোগিতা’ শুরু হয়েছে। পুরো মাসব্যাপী এটি মূলত সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকভিত্তিক অনলাইন গেম প্রতিযোগিতা।



এতে প্রথম ১৪ দিন প্রতিদিনে সর্বোচ্চ স্কোর করা প্রত্যেক প্রতিযোগীকে একটি করে মোবাইল ফোন দেওয়া হবে। প্রথমে নির্বাচিত ১৪ জন থেকে ২৩ নভেম্বর অবধি অংশগ্রহণকারী প্রতিযোগী যিনি সর্বোচ্চ স্কোর করবেন তাকে জ্যাকপট পুরস্কার হিসেবে আসুস ফোনপ্যাড ট্যাবলেট পিসি দেওয়া হবে।

এ আয়োজন গ্লোবাল ব্র্যান্ড বা আসুসের সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া সবার জন্য উন্মুক্ত। প্রতিযোগিতাটি ২৩ নভেম্বর অবধি চলবে। আগ্রহীরা আসুস বাংলাদেশের (http://www.facebook.com/ASUS.Bangladesh) এ ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে এতে সরাসরি অংশ নিতে পারবেন।

বাংলাদেশ সময় ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।