ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪ হাজারে ব্রডব্যান্ড রাউটার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
৪ হাজারে ব্রডব্যান্ড রাউটার

সুপরিচিত মাইক্রোনেট ব্র্যান্ডের ‘এসপি৯১৬এনই’ মডেলের ৩০০ এমবিপিএস ওয়্যারলেস ব্রডব্যান্ড রাউটার এখন দেশেই পাওয়া যাচ্ছে। এটি আইট্রিপলই৮০২.১১ বি/জি/এন ওয়্যারলেস স্ট্যান্ডার্ড সমর্থন করে।



এতে আছে ৬৪/১২৮ বিট ডব্লিউপিএ, ডব্লিউপিএ২ সিকিউরিটি ফিচার। এটি হ্যাকারদের অবৈধ অনুপ্রবেশে নেটওয়ার্ককে সুরক্ষিত রাখে। নিরাপদ নেটওয়ার্ক তৈরিতে এতে আছে ১টি ১০/১০০ ইউটিপি ওয়্যান পোর্ট এবং ৪টি ১০/১০০ ইউটিপি ল্যান পোর্ট।

শুধু একটি এক্সডিএসএল/কেবল মডেমের মাধ্যমে এটি সব ধরনের কম্পিউটার ও নেটওয়ার্ক পণ্যের মধ্যে ইন্টারনেট অ্যাকসেস শেয়ার করতে পারে। এটি ২.৪ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ড, এইচডিসিপি (সার্ভার/ক্লায়েন্ট), ভার্চুয়াল ডিএমজেড সমর্থন করে।

এ ছাড়া নিরাপদ নয় এমন ওয়েবসাইট ব্লক করতে এতে রয়েছে ইআর এল ফিল্টার। এ মুহূর্তে দাম ৪ হাজার টাকা। রাজধানীর আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ রাউটার পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।