নিত্যনতুন তথ্যভিত্তিক সাইটগুলো অনলাইল মাধ্যমে আরও গ্রহণযোগ্য করে তুলছে। এরই ধারাবাহিকতায় দেশে যাত্রা শুরু করল জানাঅজানা ডটকম নামে নতুন একটি প্রশ্নোত্তরভিত্তিক সাইট।
সদ্য উন্মোচিত এ সাইটে পাওয়া যাবে শ্রেণীভিত্তিক হাজারো প্রশ্নের সব ধরনের উত্তর। প্রয়োজন শুধু মাউসের একটি ক্লিক আর সাইটের নিবন্ধিত সদস্য হওয়া। জ্ঞানভিত্তিক অবাধ তথ্য চর্চার জন্য এ সাইটটি বিশেষভাবে তৈরি বলে উন্নয়ক প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে।
এ সাইটে একেবারে উন্মুক্ত প্রশ্ন করার সুযোগ পাবেন নিবন্ধিত সদস্যরা। আবার নিজের জানা তথ্যটিও পোস্ট করে অন্যদের সহায়তা করতে পারবেন। ফলে অজানা প্রশ্নের তাৎক্ষণিক উত্তর পাওয়া যাবে সহজে, অনায়াসে।
এ সাইটে সরকারি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, কমপিউটার, ভ্রমণ এবং আকর্ষণীয় স্থান ছাড়াও অনেকগুলো নির্বাচিত বিষয়ে প্রশ্নোত্তরভিত্তিক তথ্য পাওয়া যাবে।
আগ্রহীরা প্রশ্নোত্তর পর্বের জ্ঞানভিত্তিক এ উন্মুক্ত চর্চার সঙ্গী হতে www.janaojana.com এ সাইটটি ভিজিট করতে পারবেন। আর প্রয়োজনে [email protected] এ ঠিকানায় ইমেইলও করতে পারবেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১