ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড দিচ্ছে বেসিস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড দিচ্ছে বেসিস

ফ্রিল্যান্সারদেও জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজন করছে ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড। আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।



নিজস্ব মেধা ও দ্যতায় যারা তথ্যপ্রযুক্তি শিল্পে বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখার সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে এবং তরুণদের উৎসাহ দিতে এ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি গ্রান্ড অ্যাওয়ার্ড নাইটের মাধ্যমে শীর্ষ ১০ জন ফ্রিল্যান্সারকে এ পুরষ্কার দেওয়া হবে। এছাড়াও বেসিসের নির্ধারিত ওয়েবসাইটে নামও প্রকাশ করা হবে।

আগ্রহীদের আগামী ২০ জানুয়ারির মধ্যে নিবন্ধনের জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে www.softexpo.com.bd এ সাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮২২, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।