ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কয়েকটি পণ্য গ্যালাক্সিতে

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৪
কয়েকটি পণ্য গ্যালাক্সিতে

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১৪ এবং স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্র্রেস (এমডব্লিউসি) ২০১৪ প্রযুক্তিপণ্যের বড় এ দুটি প্রদর্শনীর দিকে তাকিয়ে গোটা বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা। বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলো এখানে কে কি আনছে যদিও তা আগে থেকেই প্রকাশ পেয়েছে সংবাদ মাধ্যমে।

সিইএস’র সময় অতি নিকটে তাই অপেক্ষাও শেষপ্রায়। তবে এমডব্লিউসি’র জন্য সময় গুণতে হবে আরো একমাস।

জানা গেছে, তথ্যপ্রযুক্তি শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্যামসাং তার অসংখ্য ভক্ত-গ্রাহকদের জন্য নতুন নতুন চমক আনছে। এ আসরের জন্য গ্যালাক্সিতে যুক্ত কতিপেয় পণ্যের মধ্যে ‘নোট থ্রি লাইট এবং নোট প্রো’, স্মার্টফোন ‘গ্যালাক্সি এস ফাইভ’ এবং গ্যালাক্সি ক্যামেরার নতুন সংস্করণ ২’র নাম আছে।

এসব পণ্যের প্রকাশিত-বৈশিষ্ট্য আগের তুলনায় মান বাড়ানোর দিকটি প্রমান করছে। বিশ্লেষকদের মতে, নতুন বছরের প্রতিটি পণ্যে মানোন্নয়ন করেছে স্যামসাং।

অ্যান্ড্রয়েড-ভিত্তিক ট্যাবলেট প্রস্ত্ততকারক হিসেবে স্যামসাং’র সুনাম অনেক। সুবিশাল ট্যাবের বাজার তৈরি হওয়ায় নতুন ট্যাব নিয়েও তাদের প্রত্যাশা ব্যাপক।

তথ্য মতে, ১২.২ ইঞ্চি গ্যালাক্সি নোট প্রো‘র পিক্সেলের মাত্রা ২৫৬০ বাই ১৬০০, ২.৩ গিাগাহার্জ কুয়ালকম স্ন্যাপড্রাগন কুয়াড-কোর প্রসেসর, অ্যাডেরিনো ৩৩০ জিপিইউ, থ্রিজিবি র‌্যাম নির্ধারণ হয়েছে। সম্পূর্ণ উচ্চক্ষমতার ১০৮০পি ভিডিও রেকর্ডের জন্য পেছন ক্যামেরা ৮ এমপি এবং ভিডিও কনফারেন্সিং’র জন্য আছে ২.১ এমপি ফ্রন্ট ক্যামেরা। বৈশিষ্ট্য অনুযায়ী এটি প্রতিষ্ঠানের সবশেষ-প্রযুক্তির পণ্য।

গ্যালাক্সি নোট থ্রি লাইটের পর্দার আকার ৫.৬৮ ইঞ্চি। অ্যান্ড্রয়েডের ৪.৩ (জেলি বিনে)থাকার সম্ভাবনা রয়েছে এতে।

অ্যাপল ফিইভসি’র মতো অতিরিক্ত রঙচঙ্গা প্লাস্টিক নয় এর বদলে অ্যালুমিনিয়ামের আবরণে আসছে গ্যালাক্সি এসফাইভ। এর বড় পর্দা, বেশি রেজ্যুলেশন, গতিশীল প্রসেসর যা এর টাচউইজ ইউজার ইন্টারফেসে অ্যানিমেশনের কাজ সুসম্পন্ন করবে সেইসাথে ক্ষমতাসম্পন্ন ৠামে সবকিছুই হবে নিরবিচ্ছন্ন।  

কিন্তু অ্যান্ড্রয়েডভিত্তিক গ্যালাক্সি ক্যামেরার বাজার শোচনীয়। পণ্যটি সমালোচিত বলে নতুন সংস্করণটি মানসম্মত করেছে নির্মাতা। ধারণা মতে, পর্দা ৪.৮ ইঞ্চি, ১.৬ গিগাহার্জ কুয়াড কোর প্রসেসর, ২ জিবি র‌্যাম, ৮ জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট, ১৬ এমপি’র সেন্সর, এক্সজন ফ্ল্যাস, বড় আকৃতির ২১এক্স অপটিক্যাল জুম পাচ্ছে এটি। চমকে আরও রয়েছে ছবি তোলার ২৮ টি মোড।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।