ডিজিটাল তথ্যপ্রযুক্তির সুবিধার মাধ্যমে জনগণ এবং সরকারের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে ১৭ জানুয়ারি থেকে রংপুরে দু’দিনব্যাপী রংপুর জেলা পরিষধ কমিনিউনিটি সেন্টারে ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শনী শুরু হচ্ছে।
এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান।
১৬ জানুয়ারি বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরেন বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ। সম্মেলনে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রযুক্তির দ্রুততম ব্যবহারে জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
গ্রামীণ জনগোষ্ঠীর কাছে বিভিন্ন ইসেবা দ্রুত পৌঁছে দেওয়া এবং জনপ্রশাসনে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে তথ্যপ্রযুক্তি অপরিহার্য বলে তিনি জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৮৪২, জানুয়ারি ১৬, ২০১১