ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট উন্নয়নে বিডিনগ

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
ইন্টারনেট উন্নয়নে বিডিনগ

আগামী ১৯ থেকে ২৪ মে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ঢাকায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনে এক দিন বিডিনগ টেকনিক্যাল কনফারেন্স, এক দিন এপনিক রিজিওনাল মিটিং, এক দিন টিউটোরিয়ালস এবং তিন দিনের টেকনিক্যাল কর্মশালার আয়োজন থাকবে।



এরই মধ্যে সম্মেলন উপলক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক কমিউনিটি থেকে গবেষণাপত্র আহবান করা হয়েছে। গত ৩ জানুয়ারি থেকে গবেষণাপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আগ্রহীরা (www.bdnog.org/v2/cfp) এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন।

বিডিনগের কার্যক্রমের মধ্যে থাকছে সদস্যদের নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য বেটার ইন্টারনেটের ব্যবস্থার মানোন্নয়নে সহায়তা করা।

বাংলাদেশ সময় ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।