ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বছর মাতাবে ৭ ট্যাবলেট

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
বছর মাতাবে ৭ ট্যাবলেট

চলতি বছরেই ট্যাবলেট ঘরানার পিসি ডেস্কটপ কম্পিউটারকে সরিয়ে একেবারে শক্ত অবস্থান নিশ্চিত করবে। এখন ব্যক্তিগত, করপোরেট এবং সাশ্রয়ী আদলের ট্যাবে বাজার প্রতিযোগিতা কঠিন অবস্থানে চলে গেছে।

এমনকি ডুয়্যাল মুডের বুট অর্থাৎ ট্যাবগুলোতে একই সঙ্গে দুটি ভিন্ন অপারেটিং সিস্টেম সচল রাখা সম্ভব।

এ ট্যাব প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পর সবশেষ ভারত শক্তিশালী প্রতিযোগিতামূলক বাজার তৈরি করবে। তাই ২০১৪ সালকে প্রযুক্তিপণ্য বিশ্লেষকেরা আগেই বলছিলেন বিপ্লবের বছর। শুধু স্মার্টফোন নয়, এবার ট্যাবও তার জনপ্রিয়তার প্রমাণ দেবে পুরো বছর জুড়েই।

বাংলানিউজের সক্রিয় পাঠকদের জন্য তথ্যচিত্রের মাধ্যমে নিচে তুলে ধরা হলো আসন্ন সব ট্যাবের ডিজাইন, কলাকৌশল আর ফিচারমূলক বৈশিষ্ট্য।

(১) স্যামসাং গ্যালাক্সি নোট প্রো ১২.১
মূল পর্দা ১২.২ ইঞ্চি (২৫৬০ বাই ১৬০০ পিক্সেল)। এটি স্যামসাং ঘরানার সবচেয়ে বড় অবয়বের উদ্ভাবনা। এটি তৈরিতে লেদার ব্যাক কাভার ব্যবহার করা হয়েছে।

কারিগরি বৈশিষ্ট্য: ৮০০ প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন। ২.৩ গিগাহার্টজ অকটা চিপ। অ্যানড্রইড ৪.৪ অপারেটিং সংস্করণে চলবে এ ট্যাব। ট্যাবের প্রথম দৃশ্যপটেই ৪টি অ্যাপ একসঙ্গে ব্যবহার করা যাবে।

(২) আসুস ভিভো ট্যাব নোট ৮
মূল পর্দা ৮ ইঞ্চি। এটি আসুস-মাইক্রোসফট যৌথ ঘরানার উদ্ভাবনা। কারিগরি বৈশিষ্ট্যেয় আছে ইন্টেল অ্যাটম জেড৩৭৪০ প্রসেসর। ২ জিবি র‌্যাম। উইন্ডোজ ৮.১ অপারেটিং সংস্করণে চলবে এ ট্যাব। একে স্বাভাবিক লেখা এবং চিত্র আকাঁর কাজে ব্যবহার করা যাবে।

(৩) মাইক্রোম্যাক্স ল্যাপট্যাব
মূল পর্দা ১০.১ ইঞ্চি আইপিএস ডিসপ্লে (১২৮০ বাই ৮০০ পিক্সেল)। এটি ভারতের তৈরি দ্বৈত ব্র্যান্ড ঘরানার ট্যাব। ইন্টেল শক্তির ডুয়্যাল বুটের এ ট্যাব উইন্ডোজ এবং অ্যানড্রইড এ দু ঘরানার অপারেটিং হাইব্রিড সিস্টেম সমর্থন করে।

কারিগরি বৈশিষ্ট্য: ১.৪৬ গিগাহার্টজ ইন্টেল সেলেরন প্রসেসর। ২ জিবি RAM। এ ট্যাবের সঙ্গে আছে কিবোর্ড কাভার। এর মাধ্যমে ট্যাবকে সরাসরি ল্যাপটপ মুডে বদলে নেওয়া যাবে।

(৪) অ্যাসার আইকোনিয়া এআই-৮৩০
মূল পর্দা ৭.৯ ইঞ্চি ডিসপ্লে। এটি দেখতে অনেকটাই আইপ্যাড মিনি আদলের। অবয়ব তৈরি অ্যালুমিনিয়াম দিয়ে। এটি মধ্যম ঘরানার ভোক্তাদের চাহিদা পূরণে অ্যানড্রইডভিত্তিক ট্যাব। কারিগরি বৈশিষ্ট্য: ইন্টেল ১.৬ গিগাহার্টজ ডুয়্যাল-কোর ইন্টেল প্রসেসর। ১ জিবি RAM। এ ট্যাবের ডিজাইন বৈচিত্র্যেয় আছে দারুণ কিছু নতুনত্ব।

(৫) প্যানাসনিক টাফপ্যাড এফজেড-এমওয়ান
মূল পর্দা ৭ ইঞ্চি ডিসপ্লের (১২০০ বাই ৮০০ পিক্সেল)। এটি করপোরেট ভোক্তাদের কথা বিবেচনায় রেখেই ডিজাইন করা হয়েছে। এটি স্টাইলিশ ট্যাব। এটি ফোরথ জেনারেশন শক্তির প্রথম ইন্টেল কোরপ্রসেসর (হ্যাসওয়াল) যুক্ত হয়ে আসছে। হিসেবে দেখতে অনেকটাই আইপ্যাড মিনি আদলের। অবয়ব তৈরি অ্যালুমিনিয়াম দিয়ে।

(৬) লেনোভো থিঙ্কপ্যাড ৮
মূল পর্দা ৮.৩ ইঞ্চি। ফুল এইচডি ডিসপ্লে। ১০টি মাল্টিটাচ অপশন এ ট্যাবের বিশেষ ফিচার। উইন্ডোজ ৮.১ ট্যাবলেট ঘরানার অপারেটিং সিস্টেম সমর্থন করে।

কারিগরি বৈশিষ্ট্য: ইন্টেল ২.৪ গিগাহার্টজ জেড৩৭৭০ কোয়াড-কোর প্রসেসর। ২ জিবি র‌্যাম। ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

(৭) অ্যালকাটেল ওয়ান টাচ পপ ৮
মূল পর্দা ৮ ইঞ্চি (১২৮০ বাই ৮০০ পিক্সেল)। তবে ৭ ইঞ্চি অবয়বেও এ ট্যাব পাওয়া যাবে। একটি টাচেও একসঙ্গে অনেকগুলো করতে সক্ষম এ ট্যাব। অ্যানড্রইড ঘরানার অপারেটিং সিস্টেম সমর্থন করে।

কারিগরি বৈশিষ্ট্য: ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর। ১ জিবি RAM। ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ভিজিএ ফ্রন্ট ফেসিং ক্যামেরা।



বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।