ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্বব্যাপী জিমেইলে ১৮ মিনিটের বিভ্রাট!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪
বিশ্বব্যাপী জিমেইলে ১৮ মিনিটের বিভ্রাট!

ঢাকা: বিশ্বব্যাপী জিমেইল ব্যবহারে ১৮ মিনিটের প্রতিবন্ধকতা তৈরি হয়েছিলো। সারা বিশ্ব জুড়ে লাখ লাখ মানুষের ব্যবহৃত ইন্টারনেট ইমেইল সেবা প্রাপ্তিতে বিভ্রাট ঘটার বিষয়টি তদন্ত করছে গুগল কর্তৃপক্ষ।



শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় জিমেইল ব্যবহারে এ প্রতিবন্ধকতা দেখা দেয়।

কী কারণে জিমেইল ব্যবহারে এ বিভ্রাট ঘটে তা জানা যায়নি। এসময় বাংলাদেশ ছাড়াও ভারত, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে জিমেইল ব্যবহারে প্রতিবন্ধকতা তৈরি হয়।

এসময় জিমেইলে সাইন-ইন করতে গেলে ‘টেম্পোরারি এরোর’ প্রদর্শিত হয়।

জিমেইলের প্রতিদ্বন্দ্বী ইন্টারনেট সেবদানকারী প্রতিষ্ঠান ইয়াহু ওই সময়ের ‘স্কিনশট’ নিয়ে টুইটারে পোস্ট করে।

বাংলাদেশ সময়: ০৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।