ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি মন্ত্রণালয়ে এনডিআই প্রতিনিধি

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
আইসিটি মন্ত্রণালয়ে এনডিআই প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন সংস্থা এনডিআইর একটি প্রতিনিধি দল আইসিটি মন্ত্রণালয়স্থ কার্যালয়ে (বিসিসি ভবন) বৈঠকে মিলিত হন। আইসিটি সচিব নজরুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।



এনডিআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির জ্যেষ্ঠ উপদেষ্টা মিজ জেকুলিন। তাঁর সঙ্গে ছিলেন রেসিডেন্স ডিরেক্টর মি. রিসি দত্ত, কাজী শহীদুল ইসলাম এবং অমিতাভ ঘোষ।

এ সৌজন্য বৈঠকে এনডিআই বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। আইসিটি মন্ত্রণালয় আইটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে পরিচালিত ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ এবং ‘বাড়ি বসে বড় লোক’ সহ বিভিন্ন কর্মসূচিতে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ সময় ১৭১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।