ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

যাত্রা করলো ওয়েবকোড ইনস্টিটিউট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
যাত্রা করলো ওয়েবকোড ইনস্টিটিউট

ঢাকা: ওয়েব প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে দেশের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েবকোড চালু করেছে ‘ওয়েবকোড ইনস্টিটিউট’ ।  

 

সম্প্রতি রাজধানীর ফকিরাপুলের শতাব্দী সেন্টারে এই প্রশিক্ষণ ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

 

অনুষ্ঠানে ওয়েবকোডের প্রধান নির্বাহী আমিনুর ইসলাম জানান, কিছু সেবা নিয়ে ওয়েবকোডের যাত্রা শুরু। এখানে দক্ষতা কাজে লাগানো গেলেও দক্ষ মানবসম্পদ তৈরি করা যায় না। এজন্য দেশের তথ্যপ্রযুক্তি খাতের দক্ষ একঝাঁক তরুণের মাধ্যমে কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার জন্যই ‘ওয়েবকোড ইনস্টিটিউট’ চালু করা হয়েছে।

 

প্রতি প্রশিক্ষণে পর্বেই শারীরিকভাবে অক্ষম (প্রতিবন্ধী) দুইজনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সূর্য্যমুখী সফটওয়্যারের প্রধান নির্বাহী ফিদা হক ও ইলেক্ট্রোক্রাফট কর্পোরেশনের প্রধান নির্বাহী আমীর হোসেন।  

 

অনুষ্ঠানে ওয়েবকোডের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও দেশের ফ্রিল্যান্স-আউটসোর্সিং সেক্টরের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

 

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ওয়েবকোড ইনস্টিটিউটের প্রথম পর্বের প্রশিক্ষণ শুরু হবে। বিস্তারিত ওয়েবকোডের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে জানা যাবে।  

 

মুঠোফোন যোগাযোগ: ০১৬৭৮১৭০৫৯৩, ০১৯১৯২৬৪৬৮৭

 

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।