ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফ্যাশন টেক :

সামাজিক যোগাযোগ বার্তায় নকিয়া এক্স২ মডেল

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১
সামাজিক যোগাযোগ বার্তায় নকিয়া এক্স২ মডেল

সামাজিক নেটওয়ার্কিং ডিভাইস নকিয়া এক্স২ কোয়ার্টি ফোন এখন দেশের বাজারে। এ মোবাইল ফোনের মাধ্যমে সামাজিক নেটওয়ার্কিং সাধারণের জন্য এখন আরও বেশি সহজসাধ্য হবে।

নকিয়া সূত্র এ তথ্য জানিয়েছে।

২৩ জানুয়ারি পুর্ণাঙ্গ সামাজিক নেটওয়ার্কিং সুবিধাযুক্ত এ মোবাইল ফোন দেশের বাজারে অবমুক্ত করার ঘোষণ‍া দেন নকিয়ার হেড অব মার্কেটিং সাজিদ মতিন। উচ্চপ্রযুক্তির ফোনের সব ধরনের সুবিধা আছে নকিয়া এক্স২-০১ মডেলে।

নকিয়া ইমার্জিং এশিয়ার হেড অব মার্কেটিং সাজিদ মতিন বলেন, মানুষ সহজবোধ্য বার্তা বিনিময় পছন্দ করে। এখানে খুব সহজে সামাজিক নেটওয়ার্কিং এবং সাধারণ বার্তা পাঠানো যায়। এর মাধ্যমে ইন্সট্যান্ট মেসেজ, ইমেইল অথবা টুইটার অ্যাকাউন্ট থেকে সরাসরি মেসেজ পাঠানো যাবে।

নকিয়া এক্স২ কোয়ার্টি মডেলটি সবার ব্যবহারযোগ্য করে তৈরি করা হয়েছে। নকিয়া ‘মানুষে মানুষে সংযুক্তি’ এ কথা বিশ্বাস করে। এটিই নকিয়ার প্রধান কাজ। আর এ কাজে আনন্দ আছে বলে জানান সাজিদ মতিন।

নকিয়া এক্স২ মডেল বৈশিষ্ট্য
নকিয়া এক্স২ মডেলে হোমস্টিপনের মাধ্যমে সামাজিক নেটওয়ার্কের পথ আরও উন্মুক্ত করবে। পূর্ণ কোয়ার্টি কিপ্যাডে চ্যাট, ইমেইল, কমেন্ট, স্ট্যাটাস আপডেটসহ ফেসবুক ও টুইটারের মাধ্যমে প্রিয় সামাজিক নেটওয়ার্কে ছবি বিনিময় কর‍া সম্ভব। সামাজিক নেটওয়ার্কিং পণ্যেয় একটি মিউজিক কি থাকে। এর মাধ্যমে মাত্র একটি ক্লিকের সাহায্য সঙ্গীতের অফুরন্ত ভুবনে প্রবেশ করা যায়।

নকিয়া এক্স২ মডেলে আছে অভি মেইল ও চ্যাট সুবিধা। এতে প্রথমবার ভোক্তারা কোনো প্রকার কমপিউটার ছাড়াই তাদের মোবাইল ফোন থেকে সরাসরি ইমেইল সেটআপ ও চ্যাট অ্যাকাউন্ট করতে পারবেন। অন্য সব ফিচারগুলো হোমস্ক্রিনে দর্শনের সুবিধা পাওয়া যাবে।

আরও আছে ভিজিএ ক্যামেরা, বিল্টইন হ্যান্ডস ফ্রি স্পিকার এবং ৮ গিগাবাইট পর্যন্ত মেমোরি সমর্থিত কার্ড। এ মুহূর্তে দাম ৭ হাজার ৪০০ টাকা। সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে ২ গিগাবাইট মেমোরি কার্ড।

বাংলাদেশ স্থানীয় সময় ২১৩৮, জানুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।