রাজশাহী: ড্রেনের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন, গ্যাস বিদ্যুৎ প্রকল্প, পশু পাখির রক্ত থেকে ব্লাড মিলসহ খুদে বিজ্ঞানীদের নানা রকমের বৈজ্ঞানিক আবিষ্কারের আসর বসেছে রাজশাহী শহরের বিসিএসআই কেন্দ্রে। এরই মধ্যে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা জমে উঠেছে।
স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ বিজ্ঞান মেলা ২৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে। এ মেলায় ৪০টি স্টলে রাজাশাহী নগরীর বিভিন্ন স্কুল কলেজের খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞানকেন্দ্রিক যন্ত্রপাতির পসরা সাজিয়ে বসেছেন।
রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগার চত্বরে সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম. আবদুস সোবহান। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
এ সভায় বিসিএসআইয়ের ভারপ্রাপ্ত পরিচালক আবু আনিছ জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক পরিচালক ড. ওমর ফারুক। আরও বক্তব্য রাখেন এবারের বিজ্ঞান মেলার আহ্বায়ক ড. সিদ্দিকুর রহমান।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭৪৮, জানুয়ারি ২৫, ২০১১