ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বার্সেলোনায় ইন্টারনেট ও ডাটা সার্ভিসে গুরুত্বারোপ

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪
বার্সেলোনায় ইন্টারনেট ও ডাটা সার্ভিসে গুরুত্বারোপ

বার্সেলোনা, স্পেন থেকে: মোবাইল গ্রাহকদের ভালো সেবার বিষয়টি নিশ্চিত করতে এখন ভয়েস কলের ওপর জোর দিলে হবে না, ডাটা সার্ভিসের ওপরও গুরুত্বারোপ করতে হবে। আর এজন্য মোবাইল অপারেটর ও ইন্টারনেট কোম্পানিগুলোর মধ্যে ভালো একটি পার্টনারশিপ তৈরি হবে।

গুণগত মানসম্পন্ন সেবা প্রদান করা সম্ভব হবে।

ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসের উদ্বোধনী দিনে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল অ্যাসোসিয়েশন (জিএসএমএ) এর চেয়ারম্যান এবং টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট জন ফ্রেডরিক বাকসাস, সিংটেলের গ্রুপ সিইও চুয়া সক কং, আরব আমিরাতের মোবাইল অপারেটর ইতিসালাত’র সিইও আবদুল করিম জুলফার ও আমেরিকা টেলিকমের সিইও ড্যানিয়েল হাজের বক্তব্যে এ বিষয়টি উঠে এসেছে।

উদ্বোধনী বক্তব্যে জন ফ্রেডরিক বাকসাস বলেন, বিভিন্ন দেশের সরকারকে স্বল্প মেয়াদী আর্থিক লাভের কথা চিন্তা করলে চলবে না। এতে আপাতত দৃষ্টিতে হয়তো কিছু লাভ হতে পারে। তবে দীর্ঘ মেয়াদে তা ভালো ফলাফল বয়ে আনবে না।  

ফুটবল তারকা মেসির শহর বার্সেলোনায় সোমবার সকাল ৯টায় প্রযুক্তি বিশ্বের বৃহৎ আয়োজন এবং মোবাইল বিশ্বের সর্ববৃহৎ আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। জিএসএমএ এই কংগ্রেসের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে বক্তব্য রাখেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ফ্রেডরিক বাকসাস। বাকসাস ছাড়াও সিংটেলের গ্রুপ সিইও চুয়া সক কং, আরব আমিরাতের মোবাইল অপারেটর ইতিসালাত’র সিইও আবদুল করিম জুলফার ও আমেরিকা টেলিকমের সিইও ড্যানিয়েল হাজ বক্তব্য রাখেন। এই পর্বে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল অ্যাসোসিয়েশন (জিএসএমএ) মহাপরিচালক অ্যানি বোভারত।

বিশ্বখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানরা মোবাইল কংগ্রেসে যোগ দিয়েছেন। চারদিনব্যাপী এই আয়োজনের বিভিন্ন সেশনে তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত এসব রথী-মহারথীদের মধ্যে মধ্যে রয়েছেন ফেসবুকের ফাউন্ডার ও সিইও মার্ক জুকারবার্গ, আইবিএম’র সিইও ভার্জিনিয়া রমেটি, ফোর্ড মোটর কোম্পানির প্রেসিডেন্ট (ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা) স্টিফেন টি ওডেল প্রমুখ।

বাকসাস ২৬ বছর ধরে টেলিযোগাযোগ খাতের সঙ্গে যুক্ত। তিনি ২০০২ সাল থেকে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ৮০০টি মোবাইল অপারেটরের সংগঠন জিএসএমএর চেয়ারম্যান হিসেবে আগামী ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।    

বার্সেলোনার সময় সকাল ৯টায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের উদ্বোধন হচ্ছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসকে কেন্দ্র করে প্রায় ৮০ হাজার বিদেশি অতিথির পদচারণায় মুখরিত বার্সেলোনা। শুধু অতিথি নয়, পুরো অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে এখানকার অধিবাসীদের মধ্যে।     
 
বার্সেলোনার বাসিন্দাদের কাছে ফুটবল হচ্ছে ভালোবাসা আর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস তাদের জন্য গর্বের একটি বিষয়। ২০০৬ সাল থেকে বার্সেলোনা প্রযুক্তি বিশ্বের সর্ববৃহৎ এই আয়োজনটি চমৎকারভাবে সম্পন্ন করে আসছে। এজন্য এরই মধ্যে খ্যাতি কুড়িয়েছে সাগর পাড়ের এই ব্যস্ত নগরী।

বিশ্ব মোবাইল বাজারের রাজধানী হিসেবে খ্যাত বার্সেলোনায় চারদিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২০০টি দেশের কয়েক হাজার প্রযুক্তি বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের অপারেটর, মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান, কনটেন্ট প্রোভাইডারসহ মোবাইল শিল্প সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।

বিশ্বব্যাপী মোবাইল ফোন ব্যবহারকারীদের নতুন প্রযুক্তি হাতের নাগালে নিয়ে আসতে বিভিন্ন সুযোগ নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেশের অপারেটর এবং প্রযুক্তি-পণ্য প্রস্তুতকারীদের পুরস্কার দেওয়া হবে। সেরা মোবাইল সেবা প্রদানকারী, সেরা মোবাইল হ্যান্ডসেট ও ডিভাইস, সেরা অ্যাপস, সেরা মোবাইল প্রযুক্তিসহ ৮টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হবে। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে মঙ্গলবার।  

জিএসএমএ'র পক্ষ থেকে স্পেনের বার্সেলোনাকে ঘোষণা দেওয়া হয় বিশ্ব মোবাইল বাজারের রাজধানী হিসেবে।

নতুন নতুন স্মার্টফোন, ট্যাবলেট পিসি, হাইব্রিড ডিভাইস আর নতুন ধরনের মোবাইল অপারেটিং সিস্টেম, প্রযুক্তির উপস্থিতিতে জমজমাট হয়ে উঠবে এই আয়োজন। ৭০,৫০০ বর্গফুট এলাকা জুড়ে আয়োজিত মেলায় প্রযুক্তি বিশ্বের কাছে নানান চমক নিয়ে হাজির হচ্ছেন সংশ্লিষ্টরা। বিশাল এলাকা জুড়ে দেড় হাজারের মতো স্টল নিয়ে মেলার আয়োজন করা হয়েছে।  

সারাবিশ্বের বড় বড় সব মোবাইল অপারেটর, নির্মাতারা অংশ নিচ্ছেন। অন্যান্যবারের মতো এবারের আয়োজনে থাকছে নতুন নতুন স্মার্টফোন, ট্যাবলেট পিসিসহ অন্যান্য মোবাইল ডিভাইস এবং অ্যাকসেসরিজ। নতুন অনেক প্রযুক্তিও প্রদর্শিত হয়েছে এই আয়োজনে। চমকজাগানো এই প্রদর্শনীতে অংশ নিয়েছে বিশ্বের বড় বড় প্রায় সব মোবাইল নির্মাতাই।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪

* বার্সেলোনায় মোবাইল কংগ্রেসের পর্দা উঠছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।