ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এমডব্লিউসি’তে বিশ্বের চিকন ট্যাব ‘মিডিয়াপ্যাড এক্সওয়ান’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪
এমডব্লিউসি’তে বিশ্বের চিকন ট্যাব ‘মিডিয়াপ্যাড এক্সওয়ান’

স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) চিকন গড়নের ৭ ইঞ্চির ট্যাবলেট প্রদর্শন করেছে হুয়াওয়ে।

‘মিডিয়াপ্যাড এক্সওয়ান’ নামের এ ট্যাবের অন্যতম দুটি বৈশিষ্ট্য লেড ফ্ল্যাসসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং প্রতিষ্ঠানের নিজস্ব কুয়াড কোর সিপিইউ।

হুয়াওয়ের দেওয়া তথ্য মতে, ৭.১ মিমি. পুরুত্ব অনুযায়ী এটি বিশ্বের চিকন গড়নের ট্যাব। এছাড়া পণ্যটির ২৪০ গ্রাম ওজন পযুক্তিপণ্য প্রেমীদের সহজেই আকৃষ্ট করতে সক্ষম হবে। ৭ ইঞ্চি পরিমাপের এ ট্যাবের ফুল এইচডি ডিসপ্লেতে পিক্সেলের পরিমান ১৯২০ বাই ১০৮০।

অন্য বৈশষ্ট্যিগুলো-৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড স্লট, ৫ হাজার এমএএইচ ব্যাটারি, সিপিইউ ১.৬ গিগাহার্জ কুয়াড কোর এবং ৠাম ২ জিবি। অ্যান্ড্রয়েডের লেটেষ্ট ভার্সন ৪.২.২ জেলি বিনে চলা ট্যাবটিতে ফোন ফাঙ্কশনও রয়েছে। এ মুহূর্তে ট্যাবটির দাম এবং বাজারে আসা সম্পর্কে কোনো তথ্য দেয়নি চীনের এ নির্মাতা।

এদিকে বাজার বিশ্লেষকরা বলছে, তথ্যপ্রযুক্তির বৃহৎ এ আসরে বিশ্বের খ্যাতনামা চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে দেশটির হয়ে প্রতিনিধিত্ব করছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।