ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গাজীপুরে গ্রামীণফোন থ্রিজি সেবার আনুষ্ঠানিক যাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৪
গাজীপুরে গ্রামীণফোন থ্রিজি সেবার আনুষ্ঠানিক যাত্রা

গাজীপুর: গাজীপুর মহানগরের ছায়াবীথী জোড়পুকুর এলাকায় গ্রামীণফোন থ্রিজির সকল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় নগরীর জোড়পুকুর এলাকার মা মনি কমিউনিকেশনে আনুষ্ঠানিকভাকে কেক কেটে এই সেবার উদ্বোধন করা হয়।



উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের গাজীপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার তাজিব আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণফোনের টেরিটরি অফিসার শাহ মো. মাজেদুল হাসান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারক ট্রেডার্সের সুপারভাইজার মো. মামুনুর রশিদ ও মোহাম্মদ আমিনুল ইসলাম বিপ্লব, এইচএইচ টেলিকমের পরিচালক আবু হানিফ, আল আমিন টেলিকমের প্রোপাইটর মো. সোলাইমান মিয়া, গাজীপুর সদর থানা টেলিকম মালিক সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, আল্লার দান স্টোরের প্রোপাইটর মো. মোস্তফা কামাল এবং মা মনি কমিউনিকেশনের প্রোপাইটর মো. জাকারিয়া প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজকরা বাংলানিউজকে জানান, আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে গাজীপুর অঞ্চলে গ্রামীণফোন থ্রিজি’র সকল সেবা পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।