ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্য প্রযুক্তি হবে দেশের দ্বিতীয় বৃহত্তম খাত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪
তথ্য প্রযুক্তি হবে দেশের দ্বিতীয় বৃহত্তম খাত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্য প্রযুক্তি সক্ষমতা তৈরিতে মাইক্রোসফট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সঙ্গে বাংলায় যাতে সবাই কনটেন্ট ব্যবহার করতে পারে সেজন্য মাইক্রোসফট কাজ করবে।



মঙ্গলবার গুলশানে মাইক্রোসফটের অফিস উদ্বোধনকালে তিনি একথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, আমরা দেশের তরুণদের তথ্য প্রযুক্তিখাতে কিভাবে দক্ষ করে তোলা যায় সেজন্য কাজ করছি। দেশের বিপুল মানবসম্পদকে দক্ষ করে তুলতে হবে। তাহলে তৈরি পোশাকের পর তথ্য প্রযুক্তিখাত হবে দেশের দ্বিতীয় বৃহত্তম অর্থ উপার্জনকারী খাত। পাশাপাশি বড় বড় ব্যবসায়ীরা এগিয়ে এলে এই খাতটি আরো এগিয়ে যাবে।

মাইক্রোসফট বর্তমানে বিশ্বের ১০০টি দেশে কাজ করছে। বাংলাদেশে ২০০৪ সাল থেকে কাজ করছে মাইক্রোসফট। ওই সময় তিনজন লোক নিয়ে যাত্রা শুরু করে মাইক্রোসফট। বর্তমানে এই লোকবল ২০ জনে উন্নীত হয়েছে।  

কান্ট্রি ম্যানেজার পুবুুদু বাসনায়েকে, জেনারেল ম্যানেজার (এশিয়া প্যাসিফিক রিজিয়ন) জেমি হারপার এ সময় উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।