ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সব স্মার্টফোনের জন্য এক চার্জার!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪
সব স্মার্টফোনের জন্য এক চার্জার!

ঢাকা: সব স্মার্টফোনের জন্য এক ধরনের চার্জার (ইউনিভার্সেল) তৈরিতে স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর উপর বাধ্যবাধকতা জারি করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



গত বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা (এমইপি) বিষয়টি সর্মথন জানিয়ে ভোটও দেন।

এ বিষয়ে বারবারা উইলার নামে ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য বলেন- সিদ্ধান্তটি কার্যকর হলে ক্রেতারা উপকৃত হবেন। এছাড়া প্রতি বছর ৫১ হাজার টন বৈদ্যুতিক অর্বজনা থেকে রক্ষা পাবে বিশ্ব।

এ বিষয়ে আইনের একটি খসড়া তৈরি করা হয়েছে। ইউরোপীয় কাউন্সিলের চূড়ান্ত অনুমতির পর তা কার্যকর হবে।

২০১৭ সাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

নতুন এ সিদ্ধান্ত কার্যকর হলে স্মার্টফোন ব্যবহারকারীর চার্জার কেনার খরচ কমে যাবে। থাকবেনা বেড়াতে যাওয়ার সময় চার্জার বহনের ঝামেলাও।

সব ধরনের স্মার্টফোনের জন্য এক ধরনের চার্জার তৈরির বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় ২০০৯ সালে। এ ধরনের চার্জারে একটি মাইক্রো ইউএসবি কানেক্টর থাকবে, যা সব ধরনের স্মার্টফোন এবং ‍ অন্যান ডিভাইসেও ব্যবহার করা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।