ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নাটোরে তিনদিনের ডিজিটাল মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
নাটোরে তিনদিনের ডিজিটাল মেলা শুরু

নাটোর: জনগণের দোর গোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে নাটোরে তিনদিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মো. জাফর উল্লাহ।

মেলা শেষ হবে ২০ মার্চ।

সদর উপজেলা পরিষদ চত্বরে  উপজেলা প্রশাসন আয়োজিত এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ২৪টি স্টল দেওয়া হয়েছে।
 
মেলা উদ্বোধনের পর মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. সাজেদুর রহমান খান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নায়িরুজ্জামান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরিফ উদ্দিন।

আলোচনা সভা শেষে দুপুর আড়াইটায় ফ্রিল্যান্সিং: ভবিষ্যত ক্যারিয়ার ভাবনা  শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।