ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কমদামে আইফোন ৫সি ছাড়বে অ্যাপল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
কমদামে আইফোন ৫সি ছাড়বে অ্যাপল

বিক্রি বাড়াতে আইফোনের দাম কমানের পরিকল্পনা করছে অ্যাপল। আইফোনের ৫সি মডেলকে নিয়ে অ্যাপলের এ প্রস্ত্ততি, কারণ প্রকাশের শুরু থেকে এ যাবত বিক্রি অত্যন্ত মন্দা হওয়ায় পণ্যটিকে নিয়ে নতুনভাবে ভাবতে হচ্ছে কোপার্টিনোর এ প্রতিষ্ঠানকে।

স্মার্টফোনের বাজার পর্যবেক্ষণ করে দেখা গেছে সবচেয়ে অলাভজনক একটি পণ্য আইফোন ৫সি।

কিন্তু পণ্যটিকে ঠেলে উপরে নিতে অ্যাপল দিতীয়বার ভাবলেও ভক্তদের খুশী করতে পারবেনা বলে ধারণা করা হচ্ছে।  

ওটু জার্মানি হতে ফাঁসকৃত তথ্য অনুযায়ী ফাইভ সি ৮ জিবি এর মূল্য বর্তমান ১৬ জিবি’র তুলনায় কমছে ৬০ ইউরো। ভারতীয় মূল্যে ৮ জিবি’র দাম হবে ৩৪ হাজার রুপি। ফলে একইদামে অন্যান্য সুপরিচিত ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবে অ্যাপল পণ্যে আগ্রহীরা এমন মন্তব্য অনেকরই।

আরও বলা হয়েছে লক্ষাধিক হ্যান্ডসেট গুদামে অচল অবস্থায় এমনকি বিক্রেতাদের দোকানের তাকে পড়ে আছে। পণ্যটির উপযুক্ত দাম নির্ধারণ না হওয়ার ফলে এ অবস্থা বলে মন্তব্য করছে প্রযুক্তিপণ্যের বিশ্লেষকরা। অবশ্য, পণ্যটির বিক্রির পরিমান সামনে আনেনি অ্যাপল।

উল্লেখ্য, অ্যাপলের এ প্রচেষ্টা সম্পর্কে একাধিক সূত্র তথ্য দিয়েছে বলে জানানো হয়।

অ্যাপল’ই কেবল নয় আরো অনেক প্রতিষ্ঠান বিক্রিতে অগ্রগতি আনতে একই কথা ভাবছে।

এদিকে অ্যাপল আইফোন ফোর’র উৎপাদন কাজ শুরু করেছে, বর্তমানে এটি সুলভ পণ্য হিসেবে বিক্রি হচ্ছে। এছাড়া আইফোন ফোরএস ৮ জিবি সুলভে ওয়ারেন্টিসহ পুযক্তিপণ্যের খুচরা বিক্রিতাদের কাছে পাওয়া যাচ্ছে।

অ্যাপলের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রযুক্তি প্রাঙ্গনের লোকজনের ধারণা প্রতিষ্ঠানটি শীর্ষস্থান থেকে সরে মধ্য-সারির পণ্য বিক্রেতা হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।