ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তি মেলা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
ঢাকায় বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তি মেলা

আগামী ২৭ মার্চ থেকে ধানমন্ডির কুদরাত-এ-খুদা সড়কে অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ক্যাম্পাসে শুরু হচ্ছে তিনদিনের বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তি মেলা। বিজ্ঞান, শিল্প এবং প্রযুক্তির বিকাশে স্কুল কলেজের শিক্ষার্থী এবং স্বশিক্ষিত বিজ্ঞানীদের জন্য এ মেলার আয়োজন করেছে বিসিএসআইআর।



দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবীন বিজ্ঞানী, স্বশিক্ষিত বিজ্ঞানী এবং বিসিএসআইআর’র বিজ্ঞানীরা মেলায় উদ্ভাবন প্রদর্শনের সুযোগ পাচ্ছে। নিম্ন মাধ্যমিক (৬ষ্ঠ থেকে অষ্টম), মাধ্যমিক (নবম থেকে দশম) এবং উচ্চ মাধ্যমিক (একাদশ থেকে দ্বাদশ) শ্রেনী এ তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করছে প্রতিযোগীরা।

উল্লেখ্য, প্রতি বিভাগ থেকে প্রথম দিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে। এছাড়া সকল বিভাগের মধ্যে থেকে শীর্ষ উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবক পাবে বিশেষ পুরস্কার।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।