ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজেআইটি’র যাত্রা শুরু

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
ডিজেআইটি’র যাত্রা শুরু

রাজধানীর কাওরান বাজারস্থ বিডিবিএল ভবনের সপ্তম তলায় ড্যাফোডিল জাপান ইন্সটিটিউট অব টেকনোলজির (ডিজেআইটি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগ এবং বিনিয়োগে এটি আন্তর্জাতিক মানের একটি ইন্সটিটিউট।

ডিজেআইটি’র উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, বাংলা বিজনেস পার্টনারস জাপানের ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি, ডিআইআইটি‘র নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, পরিচালক রথীন্দ্রনাথ দাসসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের জাপানসহ আন্তর্জাতিক আইসিটি সেক্টরে কাজ করার উপযোগী করে গড়ে তোলা হবে। ডিজেআইটি’র পরিচালনা পর্ষদে রয়েছে গুগলের সাবেক ভাইস প্রেসিডেন্ট নরিও মুরাকামি, আইবিএম কনসাল্টিং‘র সাবেক পার্টনার সেগিও কিজাকি ও সবুর খান।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।