ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিআইআইটি’তে ইউনিভার্সিটি অব গ্রীনিচ প্রতিনিধি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
ডিআইআইটি’তে ইউনিভার্সিটি অব গ্রীনিচ প্রতিনিধি

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্রীনিচ প্রতিনিধি প্রফেসর ড. ম্যাউর পেটেল, পরিচালক, ইন্টারন্যাশনাল কম্পিউটিং কোলাবোরেশন, স্কুল অব কম্পিউটিং অ্যান্ড মেথমেটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অব গ্রীনিচ বুধবার তথ্যপ্রযুক্তি-ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) পরিদর্শন করেন। পর্যায়ক্রমে তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের সঙ্গে পৃথক বৈঠক করেন।



বৈঠকে তিনি ডিআইআইটিতে গ্রীনিচ ইউনিভার্সিটি অনুমোদিত বিএসসি (অনার্স) ইন আইটি প্রোগ্রাম মান সম্পন্নভাবে পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। ডিআইআইটির পরিচালক রথীন্দ্র নাথ দাস, উপ পরিচালক সামসুদ্দীন আহাম্মেদ, শাহ নেওয়াজ মজুমদারসহ উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এছাড়া মানসম্মত শিক্ষা প্রদানের বিষয়টি পর্যবেক্ষন করে তিনি সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, বিএসসি ইন আইটি প্রোগ্রামের সিলেবাস, পরীক্ষা ও সার্টিফিকেট যুক্তরাজ্যের গ্রীনিচ ইউনিভার্সিটি দিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।