ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নববর্ষে বাজারে ডি-লিংক ডুয়াল ব্র্যান্ড রাউটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
নববর্ষে বাজারে ডি-লিংক ডুয়াল ব্র্যান্ড রাউটার

তারহীন প্রযুক্তি দৈনন্দিন জীবনের একটি অংশে পরিণত হয়েছে। তাই ই-যোগাযোগ প্রযুক্তির নিয়মিত উন্নয়নে আসছে অত্যাধুনিক তারহীন প্রযুক্তপণ্য।

দেশের বাজারে এমনই এক গতিশীল এবং অধিক ক্ষমতার ডুয়াল ব্র্যান্ডের রাউটার মিলছে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাউটারটি এনেছে কম্পিউটার সোর্স।

ডি-লিংক এসি সিরিজের ডিআইআর-৮০৩ মডেলের এ রাউটারের ডাটা স্থানান্তর গতি ৭৫০এমবিপিএস। তারহীন যোগাযোগে বিদ্যমান সবগুলো প্রযুক্তি বিশেষকরে বি, জি এবং এন সিরিজের চেয়ে ডিআইআর-৮০৩ মডেলের গতি তিনগুণ বেশি।

এছাড়া ডুয়াল ব্র্যান্ড হওয়ায় এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ২.৪ এবং ৫ গিগাহার্জ ফ্রি ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ডাটা স্থানান্তর করতে পারে। একটি  ইন্টারনেট পয়েন্ট এবং ৪টি ইথারনেট ল্যান পয়েন্ট আছে এতে। দাম ৫ হাজার টাকা। আগ্রহীরা সরাসরি জানতে: “০১৯৩৯৯১৯৫৮৯”।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।