ঢাকা: গড়াচ্ছে সময়, বিবর্তিত হচ্ছে সভ্যতা, আবিষ্কৃত হচ্ছে নতুন কিছু। নীরব প্রযুক্তি বিপ্লবের হাত ধরে যুগান্তকারী সব আবিষ্কার করে চলেছে মানুষ।
থেমে নেই বিজ্ঞানের অগ্রযাত্রা। তথ্য প্রযুক্তির উকৎর্ষ ধারাবাহিকভাবে মানুষের কৌতুহলের পরিধি বাড়িয়ে দিচ্ছে। সেই কৌতুহল থেকেই সৃষ্ট নতুন কোনো আবিষ্কার বিশ্বকে মেলে ধরছে তারই চোখের সামনে।
এ পর্যায়ে থাকছে চলমান তথ্য প্রযুক্তি নির্ভর শতাব্দীতে যে সাতটি আবিষ্কার মানুষের জীবনযাত্রাকে সম্পূর্ণ পরিবর্তন করে চলেছে তার বর্ণনা।