ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ: বিষয়টি হলো ইন্টারনেট অন থিংস বা আইওটি। এর অর্থ সবকিছুকে একসঙ্গে ইন্টানেটের মাধ্যমে যোগ করে দেওয়া।
ধরা যাক, আপনার দুধ কেনা প্রয়োজন, কিন্তু দোকানে যাওয়ার মতো সময় হাতে নেই। সেক্ষেত্রে আপনার রেফ্রিজারেটরে একটি সেন্সর লাগানো থাকবে যা মোবাইল হ্যান্ডসেটের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটটিতে কোনো অনলাইন পণ্যের অর্ডার নেয় এমন প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন থাকবে। ব্যস, শুধু অর্ডার করা দরকার। ঘরেই পৌঁছে যাবে কাঙ্ক্ষিত পণ্য।
বাসায় পৌঁছতে মাত্র ১০ মিনিট বাকি। কিন্তু বাইরে প্রচণ্ড গরম। এ অবস্থায় আপনি ইন্টারনেট সুবিধার মাধ্যমে ঘর ঠাণ্ডা করার জন্য আগেই নির্দেশনা দিয়ে রাখতে পারেন। তাহলে বাসায় ফিরেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত আরাম।