তথ্য সংগ্রহে রাখা: প্রযুক্তির কল্যাণে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আপনি তথ্য নিজের সংগ্রহে রাখতে পারছেন। এছাড়া বিভিন্ন ধরনের ব্লগ, পোস্ট, টুইটারেও পাচ্ছেন অফুরন্ত তথ্য।
ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আজকাল যে কোনো তথ্য খুব সহজেই অন্যের সঙ্গে শেয়ার করা যাচ্ছে এবং অন্যকে উদ্বুদ্ধ করা যাচ্ছে।
তথ্য সংগ্রহের ভাণ্ডার তৈরির জন্য গত বছর ফেসবুক একটি ‘আর্টিফিসিয়াল ইন্টিলিজ্যান্স’ ল্যাব তৈরি করেছে, ডিপমিন্ড নামে একটি প্রতিষ্ঠানকে চারশ’ মিলিয়ন ডলারে কিনেছে গুগল। এছাড়া ইয়াহু ‘লুকফ্ল’ নামে একটি প্রতিষ্ঠানের অংশীদারিত্ব নিয়েছে।
সাইবার বন্ধুদের সাহায্যের জন্য আরও একটি শক্তিশালী সার্চ ইঞ্জিন তৈরির কথা বলেছে গুগল।