স্বয়ংক্রিয় গাড়ি: স্বয়ংক্রিয় গাড়ির বিষয়টি হয়তো সবাই শুনছেন। বিষয়টি এমন, একটি পার্কিং স্পট নির্ধারণ করুন এবং গাড়িকে সে বিষয়ে নির্দেশনা দিন।
বিশ্বের বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্চ, লেক্সাস, ভলভোর সঙ্গে ইন্টারনেট প্রতিষ্ঠান গুগল ‘অটোনোমাস’ নামে এক ধরনের গাড়ি তৈরির কাজ করছে। এ ধরনের গাড়ি চালাতে প্রয়োজন হবে না কোনো ড্রাইভারের।
বলা হচ্ছে, এ ধরনের গাড়ি মনুষ্য চালিত গাড়ির চেয়ে কম দুর্ঘটনায় পড়বে।