ঢাকা: কোনো ধরনের ক্যাবল ছাড়া একসঙ্গে ৪০টি মোবাইল হ্যান্ডসেট চার্জ দিতে পারবেন। চার্জ হবে উচ্চ ক্ষমতাসম্পন্ন টিভিও।
এমনই নতুন ধরনের এক চার্জিং যন্ত্র তৈরির আভাস দিলেন দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা। তারবিহীন এ চার্জিং ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘ডিপোল কয়েল রিজোনেন্ট সিস্টেম’(ডিসিআরএস)। তবে এজন্য নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতে হবে।
কোরিয়ার অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অব টেকনোলজির (কেএআইএসটি) গবেষকরা এ প্রযুক্তিটি আবিষ্কার করেছেন।
নতুন এ যন্ত্রের মাধ্যমে ৫ মিটার দূরত্বের মধ্যে মোবাইল হ্যান্ডসেটসহ টেলিভিশনও চার্জ দেওয়া যাবে। ডিসিআরএস প্রযুক্তিতর মাধ্যমে ব্যাগে বা পকেটে থাকা অবস্থায়ও মোবাইল হ্যান্ডসেট চার্জ হবে।
কেএআইএসটি’র গবেষকরা জানান, ক্যাফে, অফিস বা বাসায় এ প্রযুক্তি ব্যবহার করা যাবে। বাণিজ্যিকভাবে উত্পাদনের প্রাথমিক পর্যায়ে থাকা প্রযুক্তিটি বেশ ব্যয়বহুল বলেও জানান গবেষকরা।
তাহলে কী ক্যাবলের দিন শেষ হয়ে আসছে, এখন এমন ধারণাই করছেন অনেকে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪