তাহলে কি আইপ্যাডের দিন ফুরোলো? সে প্রশ্ন উঠতেই পারে যখন এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেল তথ্য দিচ্ছে- গেলো সিকিবর্ষে আইপ্যাডের কাটতি ১৬ শতাংশ পড়ে গেছে।
তবে আইফোন এখনো চলছে হরদম।
এর ফলে অ্যাপেলের আয়বৃদ্ধির হার তুলনামূলকভাবে কমেছে। গত কোয়ার্টারে আয় হয়েছে ৪৫.৬ বিলিয়ন ডলার যা গত বছরের এই সময়ের তুলনায় ৪.৬ শতাংশ বেশি। এর আগের বছরে এই প্রবৃদ্ধি ছিলো ৭ শতাংশ।
অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক অবশ্য এতেই খুশি। এ নিয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘গত সিকিবর্ষের হিসাবের খাতা আমাদের গর্বিত করেছে। বিশেষ করে আমাদের আইফোন বিক্রি এবং আয়ের নতুন রেকর্ডে আমরা সন্তুষ্ট।
অ্যাপেল শিগগিরই বাজারে আরও নতুন কিছু পণ্য নিয়ে আসছে, সেই ইঙ্গিতও দিয়েছেন টিম কুক।
তিনি বলেন, আমরা অধীর আগ্রহে সেই নতুন পণ্যগুলোর অপেক্ষায় রয়েছি যা কেবল অ্যাপেলের পক্ষেই বাজারে আনা সম্ভব।
জোর আলোচনা রয়েছে, আসছে জুনেই বাজারে আসছে আইওয়াচ এবং অ্যাপল টিভির একটি নয়া ভার্সন।
টিম কুক এও জানালেন তাদের চলতি টিভি বক্সেরও কাটতি ভালো। এ পর্যন্ত ২ কোটি অ্যাপল টিভি বিক্রি হয়েছে বলেই জানালেন তিনি।
টিম বলেন, ‘ব্যবসা যা হচ্ছে এবং যেদিকে যাচ্ছে তাতে আমি বেশ ভালো বোধ করছি।
তবে আয়বৃদ্ধির তুলনামূলক হার কমে যাওয়ায় উঠছে নানা প্রশ্ন। অনেকেরই প্রশ্ন, তাহলে কি অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর পর এর উদ্ভাবনী শক্তিতে ভাটা পড়ে গেলো?
বাংলাদেশ সময় ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪