ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ছাত্রলীগের ওয়েবসাইট অকার্যকর!

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪
ছাত্রলীগের ওয়েবসাইট অকার্যকর!

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট (www.bsl.org.bd) গত কয়েকদিন ধরে অকার্যকর রয়েছে।

সাইটটি সচল না থাকায় সংগঠন সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে বার বার ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করেও  প্রবেশ করা যাচ্ছে না।



এ বিষয়ে ওয়েবসাইটের দায়িত্বে থাকা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দফতর সম্পাদক শেখ রাসেলের সেলফোনে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

উপদফতর সম্পাদক কামরুজ্জামান সালাম বাংলানিউজকে বলেন, আমি দফতরে নেই। তাই, বিষয়টি সম্পর্কে কিছু বলতে পারছিনা।

কবে থেকে এ সমস্যা বা ওয়েবসাইটের তত্ত্বাবধানে কে আছেন, জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা,  এপ্রিল ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।