ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফক্সকন ভার্সেটাইল মাদারবোর্ড এখন দেশেই

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
ফক্সকন ভার্সেটাইল মাদারবোর্ড  এখন দেশেই

চতুর্থ প্রজন্মের ডুয়্যাল কোর থেকে কোরআই৭ সমর্থিত ফক্সকনের এইচ৮১এমএক্সভি মডেলের মাদারবোর্ড দেশের বাজারেই পাওয়া যাচ্ছে। গেমার থেকে শুরু করে ক্রিয়েটিভ ডিজাইনার কিংবা গতিময় কম্পিউটিং কাজের উপযুক্ত মাদারবোর্ডটি এনেছে স্থানীয় প্রযুক্তিপণ্যের পরিবেশক কম্পিউটার সোর্স।

এর বিশেষ বৈশিষ্ট্যগুলো এইচডি এমআই আউটপুট, ইউএসবি থ্রি, ইন্টেল ফুল এইচডি গ্রাফিক্স, ৫:১ এইচডি অডিও, পিসিআই স্লট এবং সাটা থ্রি ইন্টারফেস। প্রয়োজনে

এর ডুয়্যাল চ্যানেলে ১৬জিবি পর্যন্ত র‌্যাম ব্যবহার করা যায়। তিন বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত ফক্সকন এইচ৮১এমএক্সভি এর দাম ৫ হাজার ৩০০ টাকা।
আরো জানা যাবে এ “০১৭৩০৩৩৪১৫৯” নাম্বারে।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।