ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে বিসিএস’কে বেসিসের একযোগে কাজের আহ্বান

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, মে ৩, ২০১৪
তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে বিসিএস’কে বেসিসের একযোগে কাজের আহ্বান

তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস(বেসিস),বাংলাদেশ কম্পিউটার সমিতিকে (বিসিএস)একসঙ্গে রেখে কাজ করতে চাই।

শনিবার বেসিস আয়োজিত বিসিএসের নবনির্বাচিত নির্বাহী কমিটি সংবর্ধনা অনুষ্ঠানে বেসিস সভাপতি এ ইচ্ছা প্রকাশ করেন।



বেসিস প্রতিনিধিরা নবনির্বাচিত বিসিএসের নির্বাহী কমিটিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

এছাড়া শামীম আহসানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিসিএস সভাপতি আবু হানিফ মো. মাহফুজুল আরিফ তথ্যপ্রযুক্তির উন্নয়নে মতামত উপস্থাপন করেন সেইসাথে সবাইকে নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন।

বৈঠকে উভয়ের মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং আগামী পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন বেসিস সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, সহ-সভাপতি উত্তম কুমার পাল, মহাসচিব রাসেল টি আহমেদ, বিসিএস সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, মহাসচিব নজরুল ইসলাম মিলনসহ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, মে ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।