ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এইচপি’র মাল্টিফাংশন লেজার জেট প্রো প্রিন্টার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মে ৪, ২০১৪
এইচপি’র মাল্টিফাংশন লেজার জেট প্রো প্রিন্টার ছবি: লেজার জেট প্রো প্রিন্টার

এইচপি ব্র্যান্ডের মাল্টিফাংশন কালার লেজার জেট প্রো এম১৭৭এফ ডব্লিউ মডেলের প্রিন্টার দেশের বাজারে পাওয়া যাচ্ছে। পণ্যটি এনেছে স্থানীয় প্রযুক্তিপণ্য পরিবেশক স্মার্ট টেকনোলজিস।



৬০০ মেগাহার্জ স্পীডের এ প্রিন্টারের মেমোরি ১২৮ মেগাবাইট, সাদাকালো ডকুমেন্ট প্রিন্টিং এর স্পীড ১৭ পিপিএম, রঙীন ডকুমেন্ট প্রিন্টিং স্পীড ৪ পিপিএম। পণ্যটির স্ক্যান রেজ্যুলেশন ১২০০ বাই ১২৯৯ ডিপিআই এবং প্রতিমাসে ২০ হাজার পৃষ্ঠা পিন্টিং’এ সক্ষম। প্রিন্টিং’র কাজের পাশাপাশি কপি, স্ক্যান এবং ফ্যাক্স করা যায়। ব্যবহার সুবিধায় ৩.০ ইঞ্চি এলসিডি ডিসপ্লে এবং কানেক্টিভিটি সুবিধায় আছে হাই-স্পীড ইউএসবি ২.০ পোর্ট, বিল্ট ইন ইথারনেট ১০/১০০ বেজ-টিএক্স নেটওয়ার্ক পোর্ট এবং ওয়াইফাই সুবিধা রয়েছে।

এক বছরের বিক্রয়োত্তর সেবা সহ প্রিন্টারটির দাম ৩৮ হাজার টাকা। যোগাযোগে: ০১৭৩০৩১৭৭০৯।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।