ঢাকা: গ্যালাক্সি সিরিজের সর্বশেষ হ্যান্ডসেট নিয়ে বির্তক সৃষ্টি হওয়ায় মোবাইল ডিজাইন দলের প্রধানকে পরিবর্তনের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক বিশ্বের বৃহৎ মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং।
বৃহস্পতিবার স্যামসাংয়ের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ওই মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ডিজাইন দলের প্রধান চ্যাং ডং-হুনকে গত সপ্তাহে পদত্যাগ করতে বলা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মোবাইল ডিজাইন টিমের ভাইস প্রেসিডেন্ট লি মিন-হিয়ক।
তবে এ বিষয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি।
গ্যালাক্সি সিরিজের ডিজাইনে বিশেষ অবদান রাখায় ২০১০ সালে সর্বকনিষ্ঠ সিনিয়র এক্সিকিউটিভ হয়ে পদোন্নতি পান ৪২ বছর বয়সী লি।
গ্যালাক্সি সিরিজের হ্যান্ডসেটের কল্যাণে প্রতিদ্বন্দ্বী অ্যাপেলের চেয়ে বিশ্ববাজারে দ্বিগুণ হ্যান্ডসেট বিক্রি করলেও স্যামসাংয়ের বিরুদ্ধে ডিজাইন নকলের অভিযোগ রয়েছে।
স্যামস্যাংয়ের গ্যালাক্সি সিরিজের সর্বশেষ হ্যান্ডসেট এস৫ গত মাসে বাজারে আসে।
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, মে ০৭, ২০১৪