ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঘুম পাড়াবে মোবাইল

তথ্য প্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, মে ১২, ২০১৪
ঘুম পাড়াবে মোবাইল

ঢাকা:  ঘুম পাড়াতে আর নয় ‘আয় আয় চাঁদ মামা’। এবার চোখে ঘুম নিয়ে আসার কাজটি করবে স্মার্টফোন।



এ লক্ষ্যকে সামনে রেখে বিজ্ঞানীরা তৈরি করেছেন একটি বিশেষ ধরনের অ্যাপ (সফটওয়ার) যা মুহূর্তেই আপনাকে নিয়ে যাবে ঘুমের দেশে।

এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘মাই স্লিপ বাটন’। অ্যাপটি ঘুম নষ্ট করতে পারে এমন চিন্তাকে দুর করে ঘুমকে ত্বরান্বিত করে।

‘কগনিটিভ সাইন্স’ বা জ্ঞানীয় বিজ্ঞান নামে বিজ্ঞানের একটি শাখায় মন এবং এর ক্রিয়াকলাপ সম্পর্কে প্রদত্ত তত্ত্ব এ অ্যাপটি উদ্ভাবনে ব্যবহার করা হয়েছে।     

কানাডার সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের গবেষক লুক বিদইনের উদ্ভাবিত ‘কগনিটিভ সাফল’ টেকনিক ব্যবহার করে তৈরি এ অ্যাপটি ব্যবহারকারীকে খুব দ্রুত বিভিন্ন বস্তু অনুধাবন করতে আগ্রহী করবে।   

উদাহরণ স্বরুপ, অ্যাপটির ব্যবহারকারীরা প্রথমে একটি বাচ্চা সম্পর্কে চিন্তা করল, পরে ফুটবল নিয়ে, তার পর শিম, তারপর ঢাকা, তারপর সুন্দরবন। এভাবে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়বে ব্যবহারকারী।

বাংলাদেশ সময়: ০৬৪১ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।