ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অপারেশন থিয়েটারে গুগল গ্লাস

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মে ৯, ২০১৪
অপারেশন থিয়েটারে গুগল গ্লাস

গুগল চশমা ঢুকে পড়েছে অপারেশন থিয়েটারে। সার্জনের চোখে প্রযুক্তির এই অন্যতম নতুন আবিষ্কার দিচ্ছে বাড়তি সুবিধা।

যুক্তরাজ্যে প্রথমবারের মতো অপারেটিং থিয়েটারে সার্জনরা গুগল গ্লাস ব্যবহার করলেন।

ভয়েস অ্যাক্টিভেটেড এই চশমা পরে অপারেশন করা হলে তার ভিডিও করার জন্য বাড়তি ব্যবস্থার প্রয়োজন পড়ে না। ভিডিও করে অপারেশনটি সরাসরি ইন্টারনেটে দেখায় গুগল গ্লাস।

যুক্তরাজ্যের ডেভনে টরবি হাসপাতালের অর্থপেডিক সার্জন ডেভিন ইসাকই দেশটিতে প্রথম অপারেশন থিয়েটারে গুগল চশমা ব্যবহার করলেন। এরপরে বিভিন্ন হাসপাতালেই সার্জনদের মধ্যে এই চশমা ব্যবহারের হিড়িক পড়ে গেছে। নাক-কান-গলার অস্ত্রোপচারে এই চশমার ব্যবহার অত্যন্ত উপযোগী হিসেবে দেখছেন তারা।

টরবি ‍হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা ক্ষেত্রে এই প্রযুক্তিটির সফল ও বহুল ব্যবহার দেখতে পাচ্ছে। এছাড়াও চিকিৎসা বিজ্ঞান অধ্যয়নেও এর ব্যবহার থাকবে।

গুগল গ্লাস এর ব্যবহারকারীকে কোনও পরিস্থিতির মানচিত্র, কণ্ঠস্বর, ভিডিও কল, ই-মেইল, ক্যালেন্ডার ও ছবি দেখার সুযোগ করে দেয়।

এটি একযোগে একটি স্মার্টফোন, মাথায় বসানো ভিডিও ক্যামেরা, কম্পিউটার ও স্ক্রিনের কাজ করে।
তবে চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে এর মাধ্যমে সার্জন তার মনোভাবটি রেকর্ড করতে পারেন, ব্যক্ত করতে পারেন এবং সহকর্মীদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন।

যখন কোনো কিছু শেখাতে হয়, কিংবা কনফারেন্সিংয়ের মাধ্যমে অনেকের সঙ্গে আলাপ করে নিতে হয় তখনও এ চশমা উপযোগী হবে।

খুব জটিল কোনো অপারেশনের ক্ষেত্রে এমনকি অভিজ্ঞদের কাছ থেকে মতামতও নেওয়া সম্ভব এই চশমার ব্যবহারের মাধ্যমে। তার জন্য ওই বিশেষজ্ঞের অপারেশন থিয়েটারে থাকার প্রয়োজন নেই। পৃথিবীর যে কোনো স্থান থেকে এই পরামর্শ দেওয়া এবং নেওয়া সম্ভব।

তবে যেহেতু অপারেশনের দৃশ্য সরাসরি ইন্টারনেটে দেখা যাচ্ছে সেহেতু গুগল চশমা ব্যবহার করে অপারেশনের আগে রোগীর সম্মতি অবশ্যই নিয়ে নিতে হবে, বলেন ডেভিন ইসাক।

বাংলাদেশ সময় ১৬৪১ ঘণ্টা, মে ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।