ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবি চালু করলো ট্রেন ট্রেকার সার্ভিস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মে ১১, ২০১৪
রবি চালু করলো ট্রেন ট্রেকার সার্ভিস

ঢাকা: রাজস্ব আয়ের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড তাদের গ্রাহকদের জন্য ট্রেন ট্রেকার সার্ভিস চালু করেছে। এই উদ্ভাবনী সেবার মাধ্যমে রবি গ্রাহকরা তাদের কাঙ্খিত ট্রেনের বিস্তারিত তথ্য আগাম জানতে পারবেন।



সম্প্রতি চালু হওয়া এ সেবা রবি গ্রাহকরা এসএমএসের মাধ্যমে পাবেন। তারা ট্রেনের অবস্থান, ট্রেন ছাড়ার সময়, পরবর্তী স্টেশন ও যাত্রার সময়সূচি জানতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে রবি এ তথ্য জানায়।

যাত্রীরা তাদের ভ্রমণ পরিকল্পনা করার আগে দেশের যেকোনো প্রান্ত থেকে ট্রেনের আগাম তথ্য এসএমএসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। এতে করে গ্রাহকরা তাদের সময় সাশ্রয় ও বাড়তি ঝক্কি থেকে মুক্তি পাবেন।

আরো সহজ ও আনন্দময় ভ্রমণের জন্য গ্রাহকদের টিআর<স্পেস>ট্রেন নাম্বার লিখে ১৬৩১৮ নাম্বারে পাঠাতে হবে। প্রতি এসএমএসে গ্রাহকের খরচ হবে ৪ টাকা (ভ্যাট ছাড়া)।

ট্রেনের নাম্বারটি টিকেটে লেখা থাকে অথবা রবি কর্পোরেট ওয়েবসাইটে (www.robi.com.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।