ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতে ইন্টারনেট রফতানি করবে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মে ১২, ২০১৪
ভারতে ইন্টারনেট রফতানি করবে বাংলাদেশ ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ক্রমবর্ধমান ইন্টারনেট চাহিদা পূরণে বাংলাদেশ থেকে ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ আমদানি করতে যাচ্ছে ভারত।

সফররত ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসসিএল) একটি প্রতিনিধি দল রোববার বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডে’র (বিএসসিসিএল) প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে ব্যান্ডউইথ আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

ভারতের আগ্রহের ভিত্তিতে বাংলাদেশও এ ব্যাপারে সম্মত হয়েছে বলে জানা যায়।

রোববার বিএসসিএল’র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, ভারতীয় দলটি প্রস্তাব করেছে, প্রথমে তারা ১০ জিবিপিএস ব্যান্ডউইথ ভাড়া করবে, ব্যবহারের ওপর ভিত্তি করে পরবর্তীতে আমদানির পরিমাণ আরও বাড়িয়ে দেবে।

দরদাম ও অন্যান্য ইস্যু মীমাংসার পর এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে বলে জানান তিনি।

সোমবারও বিএসসিসিএল’র কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসার কথা ভারতের রাষ্ট্রীয় টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান বিএসএনএল’র প্রতিনিধি দলটির।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।