টেকশহর ল্যাপটপ মেলায় কম্পিউটার সোর্সের প্রায় প্রতিটি পণ্যে দেওয়া হচ্ছে নানা ধরনের উপহার। স্যামসাং ল্যাপটপে একই ব্র্যান্ডের এম২০২০ মডেলের লেজার প্রিন্টার, তিন ক্যাটগরিতে এইচপি এন্ট্রিলেভেল নোটবুকে দেয়াল ঘড়ি, মিড-লেভেল ল্যাপটপের সাথে টি-শার্ট ও ক্যাপ এবং হাইএন্ড ল্যাপটপের সাথে এক হাজার টাকার গিফট ভাউচার হিসেবে রয়েছে উপহার।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু হওয়া তিনদিনের ল্যাপটপ মেলায় ৫ নাম্বার প্যাভিলিয়নে স্যামসাং ল্যাপটপ, ফুজিৎসু লাইফবুক, অ্যাপল ম্যাকবুক, ৭ নাম্বার প্যাভিলিয়নে ডি-লিংক থ্রিজি মডেম, রাউটার ও সুইচ, ৮ নাম্বার প্যাভিলিয়নে ডেল নোটবুক, ১২ নাম্বার প্যাভিলিয়নে এইচপি ল্যাপটপ এবং ১৩ নাম্বার প্যাভিলিয়নে তারহীন প্রযুক্তির রকমারি লজিটেক হেডফোন, মাউস, হোম থিয়েটারের পসরা নিয়ে বসেছে প্রতিষ্ঠানটি।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত এ মেলায় দর্শনার্থী, ক্রেতাদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১৫, ২০১৩