ঢাকা: দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল টেলিকম অপারেটর বাংলালিংক গ্রাহকদের জন্য বাণিজ্যিকভাবে অনলাইনে টপ-আপ সেবা চালু করেছে। এর ফলে গ্রাহকেরা তাদের মোবাইল ফোন ও ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে বাংলালিংকের করপোরেট ওয়েবসাইট থেকে টপ-আপ সেবা গ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলালিংকের সব গ্রাহকই এখন থেকে বিশ্বের যেকোনো জায়গা থেকে কোনো রকম বাড়তি চার্জ ছাড়াই বাংলালিংকের ওয়েবসাইট ভিজিট করে যেকোনো ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিজেদের মোবাইল ফোনে টপ-আপ করতে পারবেন। গ্রাহকরা ডেস্কটপ থেকে www.banglalink.com.bd অথবা মোবাইল ফোন থেকে www.m.banglalink.com.bd সাইটে গিয়ে খুব সহজেই টপ-আপ করতে পারবেন।
এই সেবা চালু করার ফলে গ্রাহকেরা ওয়েবাইট থেকে তাদের নিজস্ব এবং পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবের বাংলালিংক মোবাইল ফোন নম্বরে টপ-আপ করতে পারবেন বলে জানানো হয়। এমনকি প্রবাসে অবস্থানরত অর্থাৎ প্রবাসী বাংলাদেশিরাও (এনআরবি) দেশে তাদের পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবের বাংলালিংক মোবাইল নম্বরে উপহার হিসেবে টপ-আপ পাঠানোর সুযোগ পাবেন বলেও জানানো হয় বিঞ্জপ্তিতে।
অনলাইনে নতুন টপ-আপ সেবা চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলালিংকের সিএফও আহমাদ ওয়াই. হালীম। এতে অন্যান্যের মধ্যে বাংলালিংকের বিপণন পরিচালক সোলায়মান আলম; হেড অব বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড স্ট্র্যাটেজিক প্রজেক্টস জালাল হোসেইন; ইনফ্রাস্ট্রাকচার বিজনেস, স্ট্র্যাটেজিক প্রজেক্টস অ্যান্ড রিসার্চের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শাহেদ মোহাম্মদ ইউসুফ ও ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েট ম্যানেজার মুজাহিদুল ইসলাম এবং এসএসএলের মহাব্যবস্থাপক (জিএম) আশীষ চক্রবর্তী; সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জুবায়ের হোসেইন এবং হেড অব ইঞ্জিনিয়ারিং শাহজাদা রেদওয়ান উপস্থিত ছিলেন।
বাংলালিংকের সিএফও আহমাদ ওয়াই. হালীম এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নিত্যনতুন সেবা প্রচলনে বাংলালিংক সব সময়ই অগ্রণী ভূমিকায় থাকে। সে আলোকেই আমাদের সম্মানিত গ্রাহকদের অধিকতর উন্নত সেবা দিতে আমরা এবারে অনলাইনে টপ-আপ করার মতো স্বচ্ছন্দময় ও আরামদায়ক সেবা চালু করেছি। গ্রাহকদের স্বার্থ ও চাহিদাকে প্রাধান্য দেওয়ার ধারাবাহিকতায় বাংলালিংক নতুন টপ-আপ সেবা নিয়ে এসেছে। এর ফলে বাংলালিংকের নিত্যনতুন সেবা প্রচলনের ঐতিহ্যে আরেকটি মাইলফলক যোগ হলো।
বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হলো বাংলালিংক; যাদের প্রায় দুই কোটি ৯০ লাখের মতো গ্রাহক রয়েছে। প্রসঙ্গত, বাংলালিংক হচ্ছে নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।
অনলাইনে টপ-আপ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: http://www.banglalink.com.bd/en/customer-care/online-top-up/online-top-up/
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ১৫, ২০১৪